Wednesday, July 03, 2013

অসমাপ্ত কবিতা

Wrote a poem after a long time...can't even call it a poem..some words scribbled down as if oozing out of free association.



 কাল রাতে অসংখ্য নক্ষত্র উঠেছিল 
কালো আকাশের বুকে। 
আর সাদা পায়রার মত ভেসে যাওয়া 
মেঘের ফাঁকে দেখা দিয়েছিল 
এক টুকরো চাঁদ।

কখন  অজান্তে, কোন ছায়াপথ ধরে নেমে 
তুমি ছুয়ে গেলে আমায়,
আর আমি না বোঝার অন্ধকারে 
খুঁজে পেলাম হাতড়ে, শুধু  
এক রাশ শূন্যতা।

তাই তুমি রয়ে গেলে এক অসম্পূর্ণ স্বপ্নের মতো,নির্ব্যক্ত।

No comments: